দ্য ওয়াল ব্যুরো: আজ ৪৬-এ পা রাখলেন প্রভাস। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজের পরবর্তী ছবি ‘ফৌজি’র প্রথম লুক প্রকাশ করলেন। পোস্টারে প্রভাসকে দেখা যাচ্ছে একদম পরিচিত লুকে, সামনে জ্বলন্ত ব্রিটিশ পতাকা।
ছবির টিজারই ইঙ্গিত দেয় স্বাধীনতার আগের সময়কার কাহিনি এই ছবিতে দেখা যাবে, প্রেক্ষাপট আত্মত্যাগ এবং ব্রিটিশ প্রতিরোধের। পোস্টারের সঙ্গে থাকা সংস্কৃত শ্লোকের অনুবাদে বলা হয়েছে, 'তিনি হলেন সেই অর্জুন যিনি অসম্ভব জয়ের পথ ধরেন, সেই কর্ণ যিনি সঠিকের পক্ষে লড়েন, আর সেই একলব্য যিনি কোনও শিক্ষক ছাড়াই যুদ্ধ করেন- ভাগ্যের দ্বারা তৈরি একজন যোদ্ধা।'
#REL