দ্য ওয়াল ব্যুরো: নয় মাস গর্ভে ধারণ করেছেন তিনি। নানা প্রতিকূলতা পার করে জন্ম দিয়েছেন সুস্থ স্বাভাবিক সন্তানের। কিন্তু এ কী! তাঁর সঙ্গে নেই কোনও মিল! দেখতে তো বটেই এমনকি হাবভাবেও যেন বাবা বসানো। কথায় বলে 'পিতৃমুখী কন্যা সুখী'। তবে এতটা মিল! নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী নিজেই। কথা হচ্ছে শ্রীময়ী চট্টরাজ মল্লিকের।