দ্য ওয়াল ব্যুরো: টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও বেশ কিছু কাজ করে ফেলেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। মডেলিং জগতেও তিনি বেশ পরিচিত মুখ।আর সেই সুবাদেই আলাপ বলিউডের এক ও অদ্বিতীয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে।
মণীশের দিওয়ালি পার্টি বলিউডের অন্যতম হাই-প্রোফাইল মিলনমেলা। শাহরুখ খান থেকে শুরু করে শিল্পা শেট্টি, আদিত্য কাপুর থেকে সুহানা-অনন্যা...হাজির হন সকলেই। সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন সৌরসেনীও।