দ্য ওয়াল ব্যুরো: "সাক্ষী থাকুক শাল, অশ্বত্থ বটের পেয়াদারা,
সাক্ষী থাকুক ছাতিম-পলাশ-বুনো ফুলের ঘ্রাণ..."!
কংক্রিটের জঙ্গলে এ সবের অস্তিত্ব ছিল না সেই সন্ধেতে। ছিল না বুনো ফুলের শিহরণ। তবে যা ছিল তা হল একরাশ মুগ্ধতা, ছিল দীর্ঘদিনের লালিত এক না ফুরনো ভালবাসা।