শুভদীপ বন্দ্যোপাধ্যায়
এক ষষ্ঠীর সন্ধ্যায় আনন্দমোহন চক্রবর্তীর মেজ মেয়ে হৈমন্তী হঠাৎ ফিরে আসে তার এককালের বাসভূমিতে। যেখান থেকে সে নির্বাসিত হয়েছিল বছর ছয়েক আগে এক পাশবিক ঘটনার শিকার হয়ে। এ এক নতুন হৈমন্তী নিঃসন্দেহে। কিন্তু বাড়ির অন্য মানুষগুলোও কি নতুন নয় তার কাছে? এবারও এক নতুন অভিজ্ঞতা হয় হৈমন্তীর। ছ'বছর আগের অভিজ্ঞতার চেয়েও হয়তো আরও তীব্র। আরও অপমানের। তফাত একটাই হৈমন্তীর এ অপমান এবার ছুঁয়ে যায় তার ছোট বোন জয়ন্তীকে। হঠাৎ যেন জয়ন্তী বড় হয়ে ওঠে।