দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত গায়ক জুবিন গার্গের জন্মদিনে তাঁর স্ত্রী গরিমা সইকিয়া গার্গ ইনস্টাগ্রামে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। মঙ্গলবার সঙ্গীতশিল্পীর ৫৩তম জন্মদিন, গরিমা নিজের ও জুবিনের কয়েকটি পুরনো ছবি পোস্ট করে অসমিয়ায় লিখলেন, ‘এই জন্ম থেকে পরের জন্ম, আমার গল্প তোমাকেই নিয়ে… শুভ জন্মদিন, গোল্ডি। ভাল থেকো।’
ইনস্টাগ্রাম ক্যারাওসালে রয়েছে জন্মদিনে কেক খাওয়া থেকে শুরু করে বিয়ের দিনের ছবি। সম্পর্কের প্রথম দিকের মুহূর্ত, একসঙ্গে হাঁটার সময়ের ঝলক, সব মিলিয়ে দু’জনের ব্যক্তিগত জীবনের কিছু অংশ সামনে এসেছে।
#REL