দ্য ওয়াল ব্যুরো: অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যু রহস্য ঘিরে বড়সড় মোড়। গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুর ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরতেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহন্তকে আটক করা হয়। অন্যদিকে গুরগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে ধরা হয় জুবিনের দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। পরে দু'জনকেই বুধবার ভোরে গুয়াহাটিতে নিয়ে আসা হয়।