অরুনাভ বসু
গত ১৯ সেপ্টেম্বর কিংবদন্তী গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছিল। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, গোটা সঙ্গীত জগৎ শোকস্তব্ধ। এরই মাঝে প্রয়াত গায়কের শেষ ছবি 'রই রই বিনালে' মুক্তি পেয়েছে। টলিউডের সঙ্গে জুবিন গর্গের সম্পর্ক ছিল বহুদিনের, আর সেই সুবাদে জোজো এবং জুবিনের মধ্যেও ছিল গভীর বন্ধুত্ব।