দ্য ওয়াল ব্যুরো: জুবিন (Zubeen Garg) চলে গেছেন সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর অনুরাগীরা (Zubin fans)। তার মধ্যেই এক খবর প্রকাশ্যে আসায় গায়কের অকালপ্রয়াণের ক্ষতে খানিক মলম পড়তে পারে, এই আশা।
প্রয়াত অসমিয়া সংগীত তারকার কণ্ঠে শেষ নতুন এক গান উপহার পেতে চলেছেন মানুষ চলতি মাসেই। তাঁর বহু প্রতীক্ষিত ব্যক্তিগত প্রোজেক্ট (Zubin Assamese Musical film) ‘রই রই বিনালে’ (Roi Roi Binale) এবার মুক্তি পেতে চলেছে তাঁর মৃত্যুর পর। পরিচালক রাজেশ ভূঁইয়া জানিয়েছেন, ছবিটি আগামী ৩১ অক্টোবর সারা দেশ জুড়ে মুক্তি পাবে।