দ্য ওয়াল ব্যুরো: একসময় তুমুল প্রেম ছিল তাঁদের। প্রেমের কথা গোপন ছিল না টলিপাড়ায়। কথা হচ্ছে তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষের। যদিও সেই প্রেম টেকেনি। আজ দু'জনার দু'টি পথ আলাদা।
এরই মাঝে শুক্রবার সকালেই জানা গিয়েছে তনুশ্রী বিয়ে করেছেন প্রবাসী বাঙালি সুজিত বসুকে। শুভেচ্ছাবার্তায় যখন চারিদিকে প্লাবিত, ঠিক এমনই এক সময়ে মুখ খুললেন প্রাক্তন রুদ্রনীল। চিরাচরিত ভঙ্গিমায় রাখঢাক না করেই জানালেন নিজের বিয়ের কথাও।