দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালেই ব্রেকিং নিউজ। বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী। কাউকে কিচ্ছুটি না জানিয়ে চুপিসারে বিদেশে গিয়ে তিনি এখন 'মিসেস'। পাত্র সুজিত বসু কিন্তু কোনও অংশে কম নন।
তুখোড় পড়াশোনায়, উজ্জ্বল কেরিয়ার। কী করেন তিনি? তনুশ্রী জানিয়েছেন, বিগত ২৮ বছর ধরে আটলান্টারই বাসিন্দা সুজিত। পেশায় তিনি টেকনোলজিস্ট ও আইটি ইঞ্জিনিয়ার। অনেক দিন ধরেই সুজিতকে চিনলেও ঘনিষ্ঠতা বাড়ে বিগত কিছু মাসে। সুজিতের সঙ্গে দেখা করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তনুশ্রী, কিন্তু একেবারে যে বিয়ে করে ফিরবেন সে ধারণা তাঁর ছিল না।
#REL