দ্য ওয়াল ব্যুরো: পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Raj Wedding)। কোনও ডেস্টিনেশন ওয়েডিং হয়নি, ছিল না তেমন জাঁকজমকও। কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবীর মন্দিরে শান্ত পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। তবে হিন্দু রীতি মেনে নয়, সামান্থার দ্বিতীয় বিয়ে হয়েছে ভূতশুদ্ধি মতে (Bhuta Shuddhi Vivaha)। কী এমন বিশেষ আছে এই বিয়ের নিয়মে?
ভূতশুদ্ধি বিবাহ কী?