গার্গী দাস
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আচ্ছা, একেই কি নিয়তির খেলা বলে? বা ভাগ্যের পরিহাস! একসময়ে টলিউডের ব্যস্ত স্টাইলিস্ট ছিলেন তিনি। টলিউডের বড় বড় তারকা তথা অভিনেত্রীকে সাজিয়েছেন নিজের ক্রিয়েটিভি দিয়ে। সেলেব তো বটেই, তাঁর সঙ্গে যোগাযোগ করতে নবাগত অভিনেতা-অভিনেত্রীদের বেগ পেতে হত, লাগত বিরাট সময়। আজ তাঁর বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না।