দ্য ওয়াল ব্যুরো: আগে প্রশ্নের উত্তর খোঁজার জন্য ছিল গুগল। এখন অনেকেই ভরসা করছেন চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। হাতের কাছে সহজ উত্তর পেয়ে মাথা খাটানোর প্রয়োজনই হচ্ছে না। কিন্তু জানেন কি, এই অভ্যাস আপনার মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলছে?
এমআইটি-র গবেষকরা বলছেন, চ্যাটজিপিটির মতো AI টুল নিয়মিত ব্যবহার করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার ক্ষমতা কমতে শুরু করে। তাঁদের চার মাসের একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত AI-এর সাহায্য নেয়, তারা ধীরে ধীরে তথ্য মনে রাখতে পারছে না, নিজের থেকে ভাবনার দক্ষতাও হারাচ্ছে।
#REL