দ্য ওয়াল ব্যুরো: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। পড়াশোনা, চাকরি, গবেষণা থেকে শুরু করে কনটেন্ট তৈরি, সব ক্ষেত্রেই মানুষ এখন এআই (AI) ব্যবহার করছে। এই বাড়তে থাকা চাহিদাকে মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই (OpenAI)। সংস্থাটি জানিয়েছে, ভারতীয়রা এবার থেকে অনেক কম খরচে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারবেন।
মঙ্গলবার ওপেনএআই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, এর নাম 'চ্যাট জিপিটি গো' (ChatGPT Go)। মাত্র ৩৯৯ টাকায় মিলবে এই সুবিধা। সংস্থার দাবি, এটি তাদের সবচেয়ে আধুনিক মডেল, যেখানে ব্যবহারকারীরা ফ্রি ভার্সনের তুলনায় বহুগুণ সুবিধা পাবেন।