দ্য ওয়াল ব্যুরো: এক বছরের বেশি সময়, হাজার হাজার ডলার খরচ, অদম্য সাহস এবং একটি জেট স্কি (Jet Ski) — এভাবেই গাজা (Gaza) থেকে ইউরোপে (Europe) পৌঁছাতে সক্ষম হলেন ৩১ বছর বয়সী যুবক মহম্মদ আবু দাখা। তিনি প্যালেস্টাইনের (Palestine) বাসিন্দা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে তাঁর এই দুঃসাহসিক যাত্রার কাহিনি ভিডিও, ছবি এবং অডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি।
আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা এই তথ্য-প্রমাণগুলি সংগ্রহ করেছে এবং আবু দাখা ও তাঁর সঙ্গীদের সঙ্গে ইটালিতে পৌঁছানোর পর কথাও বলেছে। একইসঙ্গে, তারা গাজায় অবস্থানরত তার পরিবারের সদস্যদেরও সাক্ষাৎকার নিয়েছে।