দ্য ওয়াল ব্যুরো: এআই ব্যবহারের নিরিখে ভারত (India) তালিকায় প্রথমের দিকে নিজের জায়গা করে নিয়েছে, বিভিন্ন রিপোর্ট এই তথ্য সামনে এনেছে। এবার ভারতীয়দের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে OpenAI। সংস্থাটি জানিয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ভারতীয় ব্যবহারকারীরা ‘ChatGPT Go’ এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে গেলে মানতে হবে কিছু শর্তও। একটি সীমিত সময়ের মধ্যে সাইন আপ করা ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
ChatGPT Go কী?