দ্য ওয়াল ব্যুরো: শুধুই উত্তর দিয়ে দেওয়ার দিন শেষ। এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াবে চ্যাটজিপিটি। মঙ্গলবার এক নতুন ফিচার চালু করল ওপেন এআই। নাম ‘স্টাডি মোড’। লক্ষ্য একটাই, শুধু হোমওয়ার্ক শেষ করে ফেলা নয়, বরং পড়াশোনা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে পড়ুয়াকে আক্ষরিক অর্থে কিছু শেখানো।
নতুন এই ফিচার এখন থেকে চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো এবং টিম প্ল্যান ব্যবহারকারীরা পাবেন। সংস্থা জানিয়েছে, শীঘ্রই ‘চ্যাটজিপিটি এডু’-তেও চালু হবে এটি।
#REL