গার্গী দাস
যতদিন যাচ্ছে পরিচিতের বৃত্ত বাড়লেও বন্ধু বা বিশ্বাস করার লোক কমছে। রাস্তাঘাটে অনেককেই বলতে শোনা যায়, 'কাউকে আজকাল কিছু বলা যায় না।' পরিবারের কাউকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছে মানুষ, রয়েছে জাজ করার চিন্তাও। এই পরিস্থিতিতে অনেকেই এআই-এর দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট বলছে, মানুষে বিশ্বাস হারিয়ে মুঠোফোনেই ভরসা পাচ্ছেন একাংশ। আজকালকার জেনারেশন তো প্রেমও করে ফেলছে এআই চ্যাটবটের সঙ্গে। কোনদিকে এগোচ্ছে বিষয়টা?