দ্য ওয়াল ব্যুরো: ন্যানো ব্যানানা (Nano-Banana) ট্রেন্ডের জোয়ারে এক মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। এখন গুগল জেমিনি (Google Gemini) অ্যাপল অ্যাপ স্টোরের (Apple App Store) শীর্ষে উঠে এসেছে, পিছনে ফেলেছে ওপেনএআই (OpenAI)-এর ChatGPT-কে।
কয়েক মাস আগের ঘিবলি (Ghibli) ট্রেন্ডের পর এবার নতুন এই এআই ইমেজ (AI image) ক্রেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
#REL
Mint-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপ স্টোরের টপ অ্যাপস (Top Apps) সেকশনে প্রথম স্থানে দেখা যাচ্ছে Google Gemini, দ্বিতীয় স্থানে Threads এবং তৃতীয় স্থানে ChatGPT।