দ্য ওয়াল ব্যুরো: বন্ধু নেই? কথা বলার লোক নেই? সমস্যা নেই একটুও! এখন তো আছেন চ্যাটজিপিটি—আপনার সব সময়ের ডিজিটাল সহচর। প্রশ্ন করলেই দেয় ঝাঁ-চকচকে উত্তর, কবিতা লেখে, প্রেম ভাঙলে বলে দেয় কীভাবে মানাবেন! কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে কৌতূহলের শেষ নেই আমাদের। সেই কৌতূহল থেকেই অনেকে এমন কিছু প্রশ্ন করে ফেলেন যা মজা করতে গিয়েই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।