দ্য ওয়াল ব্যুরো: 'আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে'? নজরুল মঞ্চের রিইউনিয়নে ঠিক এই সংলাপ দিয়েই দেবের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রত্যুত্তরে দেব কী বলেছিলেন সামাজিক মাধ্যমের দৌলতে তা এখন সকলেরই জানা।
তবে ওই সংলাপের উৎপত্তি সেই ২০০৯-এ। রাজ চক্রবর্তীর ছবি 'চ্যালেঞ্জ'-এ পূজা সেন (শুভশ্রী)-আবির গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের শুরুটাই তো 'ফ্রেন্ডশিপ'। বন্ধুত্ব বা প্রেমে কষ্ট তো অনিবার্য। চোখ ঝাপসা হয়, দ্রব হয় মন।
#REL