দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ অসুস্থ গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। বুকে স্টেন্ট বসেছে গায়কের। আচমকা এই খবরে চিন্তা বেড়েছে অনুরাগীদের (Nachiketa health update)।
মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী দ্য ওয়াল-কে জানান, 'বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। বুকে স্টেন্ট বসেছে, তবে আগের থেকে সুস্থ আছেন। হয়তো দু-এক দিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে।
#REL
পরপর অনুষ্ঠান, সেই মতো প্ল্যানিং। ঠিকঠাকই চলছিল। তবে শনিবার গভীর রাতে হঠাৎই বুকে তীব্র অস্বস্তি (uneasiness in chest) শুরু হওয়ায় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৬১ বছরের জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে।