দ্য ওয়াল ব্যুরো: গায়ক দুর্নিবার সাহার সঙ্গে তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। ২০২৩ সালে বিচ্ছেদ হয় মিনাক্ষী মুখোপাধ্যায় ও দুর্নিবারের। তবে সময় থেমে থাকে না।
নিজের জীবনেও এবার বেশ খানিকটা এগিয়ে গেলেন মিনাক্ষী। আবারও বিয়ে করলেন তিনি। পাত্র হৃতজিৎ রায় চৌধুরী। হৃতজিৎ নিজেও টলিউডের অংশ। তিনি কালারিস্ট একই সঙ্গে এক নামী প্রযোজনা সংস্থাতেও কাজ করেন।