শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'মাসিমা মালপো খামু' ভানু বন্দ্যোপাধ্যায়ের এক আইকনিক সংলাপ 'সাড়ে চুয়াত্তর' ছবিতে। যতদিন বাংলা ছবি থাকবে ততদিন এই সংলাপ বেঁচে থাকবে। যাকে দেখতে ভানুর এই মালপোয়া খেতে আসা তিনি হলেন রমা, সবাই যাকে সুচিত্রা সেন নামে চেনে। কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক কেমন ছিল? ব্যক্তিগত জীবনে অন্তরালপ্রিয়া সুচিত্রা কতটা সহজ ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে? দু'জনের শুরুই প্রায় একসঙ্গে। দু'জনের আদি বাড়ি ওপার বাংলায়।