শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুখেন দাস প্রবল অভাবের ভিতর থেকে তাঁর প্রতিভা নিয়ে বেরিয়ে এসে টালিগঞ্জ পাড়ায় সাফল্য পান। স্পটবয় থেকে শিশুশিল্পী হয়ে পরিচালক, প্রযোজক হন। বড় বড় শিল্পীদের আশীর্বাদ,স্নেহ পেয়ে পাকা অভিনেতা হয়ে ওঠেন তিনি। ছোট বয়সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় সুখেনের।
সুখেন শিশুশিল্পী রূপে প্রথম জনপ্রিয়তা পান 'লালুভুলু' ছবি করে।

#REL