শুভদীপ বন্দ্যোপাধ্যায়
মীরাটের এক অচেনা টিনএজার মেয়ে রাতারাতি বলিউড তারকা হয়ে গিয়েছিলেন। রূপকথার গল্পের মতো এগিয়ে ছিল তাঁর শুরুর জীবন। সেই কিশোরীর নাম মন্দাকিনী। যদিও এই নাম তাঁকে দিয়েছিলেন স্বয়ং রাজ কাপুর। মন্দাকিনীর আসল নাম ছিল ইয়াসমিন জোসেফ। আজ অভিনেত্রীর জন্মদিন।