দ্য ওয়াল ব্যুরো: তিনি এমন এক নায়িকা যার কাজ নিয়ে মানুষ খুব একটা চর্চা করেনি। চিরকাল চর্চায় থেকেছে তাঁর বিবাহিত জীবন। কারণ তাঁর প্রাক্তন স্বামী আর বর্তমান স্বামী দুজনেই কিংবদন্তি তারকা। প্রথম স্বামী কিশোর কুমার ও দ্বিতীয় স্বামী মিঠুন চক্রবর্তী। বিয়ের ঘেরাটোপে শেষ হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবন। তাঁর নাম যোগিতা বালি (Yogita Bali)।