শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না ' ... 'ছুটি' ছবির সেই নবাগতা নায়িকার অপাপবিদ্ধা মুখ আজও ভোলেনি বাঙালি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নায়িকা বিস্মৃতির আড়ালে। তাঁর কোনও জীবনী লেখা হয়নি। বেঁচে থাকতেও তিনি পাননি প্রাপ্য সম্মান। তাঁর নাম নন্দিনী মালিয়া। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সেই গান দিয়েই ওই সময়ের সব দর্শকের মনে রয়ে গিয়েছেন নন্দিনী মালিয়া। কিন্তু 'ছুটি' ছবির নায়িকার জীবনের ছুটি বড় তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, যা মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল। মাত্র সাতচল্লিশ বছরের জীবনে পঁয়ত্রিশ বছরই অভিনয় করেছেন। কিন্তু ছবির সংখ্যা একশোও