শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'শুভদৃষ্টি' ছবির কনে বউ দীপালিকে মনে পড়ে? কোয়েল মল্লিকের দিদি দীপালির ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা ভট্টাচার্য। সেই রূপার গতকাল সত্যিসত্যি ছাদনাতলায় শুভদৃষ্টি হল। কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী? দ্য ওয়াল-এ বিয়ের পর এই প্রথম মুখ খুললেন রূপা ভট্টাচার্য।