দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এক যোগ্য চাকরিপ্রার্থী শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলায় এসএসসির নিষ্ক্রিয়তা দেখে বিস্ময় প্রকাশ করে আদালত জানাল, 'মামলাকারীকে কি বন্দুকের নলের সামনে মাথা নিয়ে দাঁড়াতে বলা হবে?'
নদিয়ার নাহিদা সুলতানা। ২০১৬ সালের নবম-দশম শ্রেণির ইতিহাস বিষয়ে এসএসসি পরীক্ষায় বসেন। পাশ করে চাকরি পান। ২০২০ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝুরুলি আদর্শ বিদ্যাপিঠে কাজে যোগ দেন। কিন্তু পরে সুপ্রিম কোর্ট ওই নিয়োগ বাতিল করে। ফলে চাকরি হারান নাহিদা।
#REL