দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না (Dispose of bail cases within two months)। অভিযুক্তের জামিনে দেরি মানে অবিচার, আর তাতেই খর্ব হয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এক গুরুত্বপূর্ণ মামলায় দেশের সব হাইকোর্টকে এমনই কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court has directed all high courts of the country)।
শীর্ষ আদালত জানিয়ে দিল, জামিন বা অন্তর্বর্তী জামিনের আবেদন সর্বোচ্চ দু’মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ব্যতিক্রম একটাই— আবেদনকারী বা মামলাকারীর পক্ষ থেকে যদি দেরি হয়।
#REL