দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান (Saif Ali Khan Property) ও তাঁর পরিবারের উত্তরাধিকারের দাবিকে বড় ধাক্কা দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ভোপাল ও রায়সেনে তাঁদের পূর্বপুরুষদের বিশাল সম্পত্তিকে ‘শত্রুসম্পত্তি’ ঘোষণার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে যে মামলাটি করেছিলেন সইফরা, তা খারিজ করে দিল উচ্চ আদালত। ওই সম্পত্তির বর্তমান মূল্য কম করে ১৫ হাজার কোটি টাকা। সেইসঙ্গে বাতিল করে দেওয়া হল ২০০০ সালে এক জেলা আদালতের দেওয়া রায়, যেখানে সইফ, তাঁর মা শর্মিলা ঠাকুর, ও দুই বোন সোহা ও সাবাকে সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
কী বলল আদালত?