দ্য ওয়াল ব্যুরো: মা হওয়া এক অভিজ্ঞতা, এক যাত্রা। প্রতিটি মুহূর্তে নারীর শরীরে চলে নানা পরিবর্তন, আর সেই সময় প্রয়োজন পড়ে ভালোবাসা, যত্ন আর সহানুভূতির। কিন্তু অভিনেত্রী রাধিকা আপ্তের কাছে সেই যাত্রাটা ছিল কষ্ট আর অপমানে ভরা—বলিউডের ছবির সেটে।
#REL
সম্প্রতি নেহা ধূপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ সেশনে অংশ নিয়ে নিজের গর্ভাবস্থার প্রথম দিকের অভিজ্ঞতা শেয়ার করলেন রাধিকা। জানালেন, ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম সন্তানকে স্বাগত জানানোর আগে, যখন তিনি এক বলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত, তখন এক পরিচালক তাঁর গর্ভধারণের খবর শুনে বেজায় বিরক্ত হন।