দ্য ওয়াল ব্যুরো: ‘সালি মহব্বত’। একেবারে হাউ-ডান-ইট থ্রিলার। পরিচালনায় টিসকা চোপড়া। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। আর উপস্থিত রাধিকা আপ্তে, দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সোরাসেনী মৈত্র এবং কুশা কপিলা।
জিও স্টুডিওস ও মনীশ মালহোত্রার স্টেজ৫ প্রোডাকশনের যৌথ ব্যানারে তৈরি এই ছবির ট্রেলার প্রকাশ্যে। আসলে, সত্যি কোনও দিনই সরল নয়, আর তা বোঝা আরও কঠিন। এমনই এক টানটা উত্তেজনায় ভরপুর ছবিটি আইএফএফআই থেকে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল—দুই জায়গাতেই প্রশংসা কুড়িয়ে নেওয়ার পর, ছবিটি এবার ১২ ডিসেম্বর থেকে বৃহত্তর দর্শকের সামনে হাজির হতে চলেছে।