দ্য ওয়াল ব্যুরো: বর্ষা থেকে শীত বা গ্রীষ্ম থেকে শরতে, ঋতু বদলের সময় শরীরে একাধিক পরিবর্তন আসে। এই সময়টা যেমন সাধারণ মানুষের জন্য সংবেদনশীল, তেমনই যাঁরা আইভিএফ (IVF) চিকিৎসার মধ্যে আছেন বা গর্ভাবস্থার প্রথম দিকটা পার করছেন, তাঁদের অনেক বেশি সতর্ক থাকতে হয় এই সময়। কারণ, হরমোনের পরিবর্তন, রোগ প্রতিরোধ ক্ষমতার ওঠানামা ও সংক্রমণের আশঙ্কা- সব মিলিয়ে শরীরকে মানিয়ে নিতে হয় নতুন পরিবেশে।
এই সময় কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা যায়, তা নিয়েই সতর্ক করলেন আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শদাতা ডঃ বাণী কুমার মিত্র।