দ্য ওয়াল ব্যুরো: এক বছরের মধ্যেই ভোল বদল!
গতবছর আরজি কর কাণ্ডে (RG Kar movement) প্রতিবাদী হয়ে সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল বারাসতের একাধিক পুজো কমিটি (Durga Puja, Barasat)। আর সেই সময় তাদের পরিচয় হয়েছিল ‘বিপ্লবী’ হিসেবেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গেল চিত্র।
এবারে রাজ্যের পুজো অনুদান পাওয়ার জন্য (Durga Puja Government Donation) সেই কমিটিগুলির অধিকাংশই লাইনে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অনুদান যাতে নিশ্চিতভাবে মেলে, তার জন্য সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির কেউ কেউ ছুটছেন জনপ্রতিনিধি থেকে পুলিশকর্তাদের কাছে!
#REL