প্রিয়াঙ্কা পাত্র
'রাত দখলের' ডাক দিয়ে রাতারাতি ‘বিখ্যাত’ হয়েছিলেন রিমঝিম সিংহ (Rimjhim Sinha)। ‘রিক্লেম দ্য নাইটের’ (Reclaim The Night) ক্যাম্পেনার দ্য ওয়ালকে জানালেন, ৯ অগস্টের মিছিলে থাকছেন না। বরং গত বছরের মতো ১৪ অগস্টের নাগরিক সমাজের মিছিলে পা মেলাবেন তিনি।