দ্য ওয়াল ব্যুরো: ২৬ জুলাই, শনিবার। অর্থাৎ আজ মরসুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মাঠ অবশ্য কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী নয়—এইবারের লড়াই বসছে কল্যাণী স্টেডিয়ামে, বিকেল সাড়ে পাঁচটা থেকে। আর এই মহারণকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে।
তবে সেই উত্তেজনার মাঝে একফোঁটা চাপও নেই, এমনই জানালেন মোহনবাগানের অভিজ্ঞ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এক সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা যথেষ্ট ভাল অনুশীলন করেছি। যারা রিজার্ভ দল থেকে সুযোগ পেয়েছে, তারাও তৈরি। চেষ্টা করছি ওদের বোঝাতে, ডার্বির গুরুত্ব ঠিক কতটা।'
#REL