দ্য ওয়াল ব্যুরো: শুধু ফুটবল নয়, গ্যালারিও যেন হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। মায়ের ভাষা নিয়ে অপমান, নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠলেন লাল-হলুদ সমর্থকরা।
গ্যালারি মানেই তো কেবল গোল হলে হাততালি নয়, যুগ যুগ ধরে এ মঞ্চে হাঁটছে আবেগ, কান্না, গর্ব আর প্রতিবাদ, কাঁধে কাঁধ মিলিয়ে। বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি-র ম্যাচেও তার অন্যথা হল না। তবে খেলার চেয়েও বড় হয়ে উঠল গ্যালারির ব্যানার।
#REL