রূপক মিশ্র
‘টিফো’। ছোট্ট শব্দ। দু’অক্ষরের। অথচ কী গভীর ব্যুৎপত্তি, জটিল ইতিহাস! এটিমোলজি বলছে, এর শিকড়ে গাঁথা ইতালি। আদি অর্থে টাইফয়েড রুগির অনুষঙ্গ! ইতিহাস ক্লিন্ন উগ্রপন্থী সমর্থকদের অন্ধ আনুগত্যে। তারপর অর্থবিস্তার। বদ রক্তটুকু বাদ দিয়ে যে কোনও ক্লাব সমর্থকদের ভাবাবেগের অভিজ্ঞান হয়ে ওঠা! মূলত ফুটবল। তারপর সীমানা ছাড়িয়ে সাইক্লিং, ফর্মুলা ওয়ানের চৌহদ্দিতে ছড়িয়ে পড়া!