দ্য ওয়াল ব্যুরো: মাঠে হতাশা। কিন্তু খাতায় খুশির অঙ্ক। ইংল্যান্ডের ঐতিহাসিক ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) প্রিমিয়ার লিগে (Premier League) গত বছর জঘন্য মরশুম কাটিয়েও রেকর্ড আয়ে গড়েছে নজির। ২০২৪-২৫ সিজনে ভাঁড়ারে ঢুকেছে ৬৬৬.৫ মিলিয়ন পাউন্ড। ক্লাবের ইতিহাসে যা সর্বোচ্চ।
অথচ মাঠের ফলে ভরাডুবি। লিগ টেবিলে ১৫ নম্বর। ১৯৭৩-৭৪ মরশুমের পর সবচেয়ে খারাপ দশা। শুধু তাই নয়, ইউরোপীয় প্রতিযোগিতাতেও দল জায়গা পায়নি। এ বছর কারাবাও কাপেও বিদায় নিতে হয়েছে চতুর্থ ডিভিশনের গ্রিমসবির (Grimsby Town) কাছে হেরে!