দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল সচরাচর পিছিয়ে থাকে না। পিছিয়ে থাকলেও শেষমেশ জিতেই ফেরে!
আজ দুটোই উলটো হল। আর্নে স্লটের টিম পিছিয়ে গেল। নব্বই মিনিটের মধ্যে কামব্যাকও হল না। নিট ফল: লিভারপুল ১-২ ম্যানচেস্টার ইউনাইটেড!
অ্যানফিল্ডের (Anfield) এই স্কোরলাইন মরশুমের অন্যতম বড় অঘটন। রবিবার রাতে রুবেন আমোরিমের (Ruben Amorim) দল (Manchester United) যে লিভারপুলকে (Liverpool) হারাতে পারে, এটা অতি বড় ইউনাইটেড ভক্তও কল্পনা করেননি। কিন্তু শেষমেশ সেটাই হল। শুধু তিন পয়েন্ট নয়, আমোরিম-জমানায় প্রথমবার টানা লিগ জয় পেল ইউনাইটেড।
#REL