দ্য ওয়াল ব্যুরো: নাম হ্যারি কেন (Harry Kane)। বয়স ৩১। প্রথম মরশুমেই বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে ৫৫টি গোল কনট্রিবিউশন—৪১ গোল, ১৪ অ্যাসিস্ট। বুন্দেশলিগা শিরোপা ঘরে তুলেছেন, দলের আক্রমণে এনেছেন নতুন মাত্রা। তবু ব্যলন ডি’অরের (Ballon d’Or) ভোটে তাঁর স্থান ১৩ নম্বরে!
অবিশ্বাস্য?