দ্য ওয়াল ব্যুরো: তিন ম্যাচে টানা ড্রয়ের পর অবশেষে স্বস্তি ফিরল রিয়াল মাদ্রিদে (Real Madrid)। বিলবাওয়ের (Athletic Club) মাঠে ৩-০ ব্যবধানে জয় পেল জাবি আলোনসোর দল। ম্যাচের সেরা নিঃসন্দেহে কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। জোড়া গোল, সঙ্গে অ্যাসিস্ট—প্রায় একাহাতেই ম্যাচটা মাদ্রিদের দখলে এনে দিলেন ফরাসি সুপারস্টার।
ম্যাচের শুরুটাই ছিল ঝলমলে। মাত্র সাত মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে প্রথম গোল এমবাপের। মধ্যমাঠে বল দখল করে টানা দৌড়, দুই ডিফেন্ডার কাটিয়ে বক্সের বাইরে থেকেই নিখুঁত শট—সরাসরি জালে। তখনই বোঝা গিয়েছিল—আজ ফরাসি স্ট্রাইকার অন্য মুডে।