দ্য ওয়াল ব্যুরো: লা লিগার মহারণ মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারাল আতলেতিকো মাদ্রিদ। জুলিয়ান আলভারেজের দুই গোল এবং এক ফ্রি-কিকের সাহায্যে আতলেতিকো ডার্বি জিতে শীর্ষস্থানীয় রিয়ালের পরাজয়ের সাক্ষী হল।
ডার্বির শুরুতেই আতলেতিকোর রবার্ট লে নরম্যান্ড ১৪ মিনিটে হেড দিয়ে এগিয়ে দেন। এরপর কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলের রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে যান। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে আলেক্সান্ডার সোরলথের হেড গোল আতলেতিকোকে সমতা এনে দেয়।
#REL