দ্য ওয়াল ব্যুরো: লা লিগার (La Liga) প্রথম তিন ম্যাচে টানা জয়!
প্রথম লড়াই ছিল ম্যাড়ম্যাড়ে। দ্বিতীয় ম্যাচে অনেক বেশি দাপট ফিরে আসে। গতকাল, সিজনের তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও তিন পয়েন্ট ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)! ভেদাত মুরিকির গোলে এগিয়ে যাওয়া মায়োর্কাকে (Mallorca) শেষমেশ ২-১ হারাল জাবি আলনসোর টিম। নায়কের আরদা গুলের হলেও অনবদ্য পারফরম্যান্সে লাইমলাইট কেড়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। গতকালের অন্য একটি ম্যাচে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ফের পয়েন্ট হারাল। দিয়েগো সিমিয়নের দলকে আলাভেসের মাঠে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।