দ্য ওয়াল ব্যুরো: লড়াইটা ছিল দুই টিমের। লড়াইটা ছিল দুই কোচের। লড়াইটা ছিল আক্রমণ বনাম প্রতি আক্রমণের। লড়াইটা ছিল হাই লাইন ডিফেন্স বনাম হাই প্রেসিং মিডফিল্ডের। কিন্তু ফুটবল ফ্যানাটিক যাঁরা, কিছুটা ভাববাদী নজরে খেলাটাকে দেখেন, যুক্তির পিঠোপিঠি উড়ে বেড়ায় আবেগও, তাঁদের কাছে গতরাতের ম্যাচ ছিল দুই উদীয়মান তারকার দ্বৈরথ।