দ্য ওয়াল ব্যুরো: আজ রবিবার। আজ এল ক্লাসিকোর (El Clásico) দিন।
মাদ্রিদের রাস্তায় রাস্তায় বিলবোর্ড জ্বলজ্বল করেছে। তাতে লেখা: ‘রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম বার্সেলোনা (Barcelona)!’ মাঠের লড়াই শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি। তার আগে এমবাপেদের ময়দান সান্তিয়াগো বের্নাবেউ (Santiago Bernabéu) সাজছে এক বিশেষ চমকে। খবর: আজ স্টেডিয়ামজুড়ে দেখা যাবে এক সুবিশাল টিফো (Tifo)! যাতে লেখা একটাই শব্দ—‘গ্রেটনেস’ (GREATNESS)।