দ্য ওয়াল ব্যুরো: ‘বলুন তো, তিনি কোথায়, কীভাবে, আর কেন মারা গেলেন?’
গাজার রাজপথে ত্রাণের আর্তি নিয়ে দাঁড়ানো প্যালেস্তাইনি ফুটবলার সুলেমাইন আল-ওবেদের মৃত্যুতে উয়েফার শ্রদ্ধা নিবেদনের পোস্টে পালটা প্রশ্ন তুলেছেন মিশরের ফুটবলার, লিভারপুল স্ট্রাইকার মহম্মদ সালাহ। কেন তুলেছেন আর জবাব-ই বা কী--আপাতত সেই নিয়ে সরগরম ফুটবল মহল।