দ্য ওয়াল ব্যুরো: তিনি ক্লাবের অংশী ছিলেন না। কিন্তু ময়দানের যুদ্ধে লিভারপুলের (Liverpool) জার্সিতে যখনই খেলতে নেমেছেন, উপহার দিয়েছেন দুরন্ত পারফরম্যান্স। এক অর্থে তিনি সহযোদ্ধাই বটে!
দিয়োগো জোতা, যিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, তাঁর স্মরণে ও পরিবারের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল চেলসি (Chelsea)। ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup) জয়ের একমাস বাদে সূত্রে ঘোষণা করা হয়েছে, খেলোয়াড়দের প্রাপ্য বোনাসের একাংশ তুলে দেওয়া হবে প্রয়াত জোতা (Diogo Jota) ও তাঁর ভাই আন্দ্রে সিলভার (Andre Silva) পরিবারের হাতে।